আমার দেশ-এর বিরুদ্ধে করা মামলা স্বেচ্ছায় প্রত্যাহার করেছে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। গতকাল সোমবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ ফেরদৌসি বেগমের আদালতে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের আবেদনটি আমলে নিয়ে মামলাটির প্রত্যাহারের আদেশ দেয় আদালত।
দৈনিক আমার দেশ এবং এর সম্পাদক-প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করেছে ৭১ টিভির মালিক ও মেঘনা গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল।
দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪- এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালককে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর একাত্তর টিভি ও মেঘনা গ্রুপের কব্জায় থাকা সব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক ও পেশাজীবী নেতারা। এসময় পতিত ফ্যাসিবাদ সরকারের ক্ষমতার অপব্যবহার করে মেঘনা গ্রুপের পাচার করা সব টাকা ফিরিয়ে আনার দাবিও জানান।